শৈলকুপায় ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
মোস্তাফিজুর রহমান উজ্জল,প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২১.১১.২০১৭ ইং মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড; একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) ও উপজেলা রাজস্ব প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৪ নভেম্বর ২০১৭ সমাপ্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনিম লিংকন, জেলা রেজিষ্ট্রার আব্দুল মালেক, উপজেলা সাব রেজিষ্ট্রার শাজাহান আলী, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসাসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন জনগনের দোর গোড়ায় ভূমি সেবা পৌছে দিতে ও সেবার মানোন্নয়ে উপস্থিত সকল ভূমি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদাণ করেন।